শিখুন: Free Facebook Marketing
ফেসবুক নিয়ে কিছু তথ্য:
পুরো পৃথিবীতে প্রায় ৮০০ কোটি লোকের বসবাস। আর ফেসবুকে ইউজার এর সংখ্যা প্রায় ৩০০ কোটি। অর্থাৎ ফেুসবুক এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি প্রায় ৩০০ কোটি গ্রাহক পাচ্ছেন। যা সারা বিশ্বের প্রায় ৩৮% লোকের সমষ্টি।যদি আমরা ফিরে আসি বাংলাদেশের সমিক্ষার ক্ষেত্রে তাহলে তাহলে বাংলাদেশের ১৭ কোটি লোকের মাঝে প্রায় ৪ কোটি ৩০ লক্ষ। একবার চিন্তা করুন দেখুন বাংলাদেশের প্রায় ২৫% লোক কে পাচ্ছেন একটি মাত্র প্লাটফর্মে।
ফ্রি ফেসবুক মার্কেটিং শিখতে গুগল ফর্মটি পূরন করুন: ক্লিক করুন
Source: StatCounter Global Stats - Social Media Market Share
মার্কেটপ্লেস হিসেবে ফেসবুক:
বাংলাদেশে জনপ্রিয়তার দিক থেকে ২য় স্থানে আছে ইউটিউব কিন্ত আপনি যদি উপরের পরিসংখ্যান দেখেন তাহলে বুঝতে পারবেন ২য় স্থানে থাকা ইউটিউব থেকে প্রায় ৪/৫ গুন বেশি খরচ করা হয় ফেসবুকে। অর্থাৎ আমাদের দেশে অনলাইন মার্কেটপ্লেস হিসেবে ফেসবুক প্রায় অপ্রতিদ্বন্দী। আশা করি আপনি বুঝতে পারছেন অনলাইন ব্যাবসার জন্য ফেসবুক কতটা জনপ্রিয় এবং গুরুত্বপূর্ন । তাহ আপনি যদি ঠিক মতো ফেসবুক মার্কেটিং টি শিখতে পারেন তাহলে অন্তত পক্ষে আপনি ফেসবুক মার্কেটিং করে আপনার বিজনেস দাড় করাতে পারবেন।
আর এক্ষেত্রে আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিবো আমার এই ফ্রি কোর্সের মাধ্যমে। আমি আশাবাদি আপনি নতুন কিছু শিখতে পারবেন যা আপনার জীবনে দাড়ুন একটি অভিজ্ঞতা হয়ে থাকবে।
ফ্রি ফেসবুক মার্কেটিং শিখতে গুগল ফর্মটি পূরন করুন: ক্লিক করুন
যা যা শিখানো হবে:
ফ্রি ফেসবুক মার্কেটিং এর কোর্সটিতে ৭ টি ক্লাস হবে। মোটামুটি ১০০ জন হলেই আমি গুগল মিট বা জুমের মাধ্যমে অনলাইন ক্লাস নিবো। আপনি এই ক্লাসে যা যা শিখতে পারবেন:
- ফেসবুক মার্কেটিং পরিচিতি
- মেটা বিজনেস সুইট
- প্রফেশনাল ভাবে পেইজ তৈরী ও সাজানো
- ইউসার নামের গুরুত্ব
- অটোমেশন
- সেলস ফানেল কিভাবে কাজ করে
- ফেসবুক এডস পরিচিতি
- এডস রুলস এবং পলিসি
- বুস্ট বনাম ক্যাম্পেইন
- অডিয়েন্স
- বি টু সি এডস
- বি টু বি এডস
- পিক্সেল ও রিমার্কেটিং
- ফ্রি ফেসবুক মার্কের্টি
- প্রশ্ন উত্তর পর্ব
ফ্রি ফেসবুক মার্কেটিং শিখতে গুগল ফর্মটি পূরন করুন: ক্লিক করুন
Comments
Post a Comment