স্প্যাম শব্দ ও তার ক্ষতিকর প্রভাব এবং বাচার উপায়

 

আপনারা যারা অনলাইন আয় বিষয়ক কাজের সাথে জড়িত তারা স্প্যাম এর বিষয় এ কম-বেশি শুনে থাকবেন। আমাদের কাজের একটি গুরুত্ব পূর্ন অংশ হলো ইমেইল মার্কেটিং।
বিশেষ করে এফ্লিয়েড ও সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে ইমেইল মার্কেটিং খুব ভাল ফলাফল এনে দিতে পারে।
কিন্তু ইমেইল মার্কেটিং মূলত ব্যাহত হয় স্প্যামিং এর কারনে। আর তখনি আমরা আমাদের কাংখিত লক্ষে পৌছাতে পারি না। এবং প্রত্যাশিত আর্নিং সম্ভব হয় না।

স্প্যাম কিঃ 
আমাদের ইমেইল মার্কেটিং এর ভাষায় স্প্যাম হলো কতগুলো শব্দের সমষ্টি যা গুগলের তরফ থেকে নিষিদ্ধ। গুগল বেশ কিছু শব্দ কে তাদের গ্রাহকের জন্য হুমকি, ডিস্টার্ব বা ক্ষতিকর মনে করে এবং এই শব্দ রিলেটেড যে কোন মেইল কে তারা স্প্যাম মেইল ভেবে নেয়। এই শব্দ গুলো বিভিন্ন অফারের সাথে সম্পৃক্ত হতে পারে, কোন ধরনের বাজে ভাষা হতে পারে, স্ক্যাম এর সাথে জড়িত ভাষা হতে পারে। স্প্যাম মেইল গুলো কখোনই গ্রাহকের কাছে যায় না। এটা বাউন্স করে।

এর থেকে বাচার উপায়ঃ 
স্প্যাম থেকে বাচার সেরা উপায় হলো, আপনার ইমেইলে স্প্যাম শব্দের ব্যাবহার এড়িয়ে যাওয়া।
অর্থাৎ এমন শব্দ ইমেইলে ব্যবহার না করা যা গুগল স্প্যাম মনে করে।

স্প্যাম ওয়ার্ড কোথায় পাবোঃ
ইন্টারনেটে একটু নাড়াচারা করলে সম্পুর্ন স্প্যাম শব্দের লিস্ট পাওয়া যাবে। যদি আপনাদের দরকার পরে তাহলে এখান থেকেই ডাওনলোড করে নিতে পারবেন।

এই স্প্যাম শব্দ গুলো এক্সেল শিটের মাধ্যমে ডাওনলোড হবে। এবং খুব সহজে ব্যাবহার করা যাবে।

কিভাবে ব্যাবহার করবোঃ
স্প্যাম শব্দ ব্যবহার করা খুবই সহজ, প্রথমে আপনার স্প্যাম শব্দ এর পুরো লিস্টটি ডাওনলোড করে ফেলুন।

যখন এক্সেল ফাইলে আপনার স্প্যাম শব্দ গুলো আসবে তখন তা আপনার মেইল এর জন্য সিলেক্টেড শব্দের সাথে মিলিয়ে নিন। মেইলের সাথে স্প্যাম শব্দের যা যা মিলবে তা বাদ দিয়ে দিন অথবা বিকল্প শব্দ নিন।
যা যা করতে হবেঃ
১। স্প্যাম শব্দ গুলো ওপেন করি। ( এমএস এক্সেলে ওপেন হবে)
২। এক্সেল শিটে EDIT থেকে FIND যাই অথবা কিবোর্ড থেকে Ctrl+F ক্লিক করি।
৩। তখন উপরের চিত্র এর মতো একটি বক্স আসবে। এই বক্সের Find What এ আমার মেইল এর জন্য নির্বাচিত শব্দগুলো এক এক করে দেই। (একটি শব্দ একবার পরিক্ষা করার পর আরেকটি শব্দ দেখবো)
৪। শব্দ গুলো দেয়ার পর ক্লিক করলে তা কোন স্প্যাম ওয়ার্ডের সাথে মিলে কিনা আমাদের দেখাবে।
যদি স্প্যাম শব্দের সাথে না মিলে তাহলে ওই শব্দ ব্যাবহার করা যাবে, আর মিলে যায় তাহলে ওই শব্দ বাদ দিতে হবে অথবা বিকল্প শব্দ নিতে হবে।


ধন্যবাদ, 
আশা করি পোস্ট টি আপনাদের উপকারে আসবে।

No comments:

Post a Comment