Posts

Showing posts from July, 2023

Facebook Marketing Form

Loading…

আমরা ডিজিটাল মার্কেটিং কেনো শিখবো?

Image
বর্তমান সময়ের একটি ট্রেন্ডিং কোর্স হলো ডিজিটাল মার্কেটিং। অনেকেই বুঝে বা না বুঝে ডিজিটাল মার্কেটিং কে পেশা হিসেবে বেছে নিচ্ছে এতে কেও ভাল ফলাফল পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। কোন কিছু কে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে তা সম্পর্কে যেনে নেওয়া খুবই জরুরী। অনেকে আবার পার্ট টাইম জব হিসেবে এই পেশাকে বেছে নিচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন এর অভাবে অল্প কিছুদিন পর আশা হারিয়ে এই কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। আবার অনেকে চিন্তা করছেন ফ্রিল্যান্সিং কে পেশে হিসেবে নিবেন কি না?? তাদের উদ্দেশ্যেই আমরা  এই কোর্সটির উপর আলোকপাত করে বোঝার চেস্টা করবো, আমরা ডিজিটাল মার্কেটিং কেনো শিখবো? একটি গতিশীল, প্রশস্ত এবং বৈচিত্রপূর্ণ ক্যারিয়ার বেছে নেওয়ার সুযোগঃ এক ডিজিটাল মার্কেটিং আপনাকে দিচ্ছে একটি গতিশীল, প্রশস্ত ও বৈচিত্রপূর্ন ক্যারিয়ার বেছে নেওয়ার সুযোগ। এই কোর্সেই আপনার পাবেন অনেক কিছু শিখার সুযোগ। যেমনঃ * সিপিএ মার্কেটিং * এফ্লিয়েড মার্কেটিং  * ইমেইল মার্কেটিং *ফেসবুক মার্কেটিং *সোসাল মিডিয়া মার্কেটিং * এস ই ও আরো কত কি???? এতগুলো ব্যাপার আয়ত্বে থাকার ফলে আপনার কাজে থাকবে অনেক গতিশিলতা, দেখা এক কাজ প্রতিদিন করে আপনি ব